শ্রীলঙ্কা জিতল ৯২ রানে। ৪৭ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ সব উইকেট হারিয়ে ২৪০ রান।
৬.২ ওভারের স্কোরবোর্ডে বাংলাদেশের ৪১ রান উঠতেই সাজঘরে ফেরেন তামিম-সৌম্য-মুমিনুল। ১৫.১ ওভারে ৮৪ রান উঠতেই চলে গেলেন এনামুল। আর ২০.৪ ওভারে ১০০ রানে বাংলাদেশ হারাল মাহমুদুল্লাহর উইকেট। ৫৯ বলে ৪৬ রান করে আউট হলেন সাকিব আল হাসান। ৩৯ বলে ৩৬ রান করে আউট হলেন মুশফিক।
শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলে উপড়ে গেছে বাংলাদেশের এই ওপেনারের স্ট্যাম্প।
তামিমের পর আউট হয়েছেন সৌম্য সরকার ৫.৫ ওভারে দলের ৪০ রানে। নিজে করেছেন ১৫ বলে ২৫ রান।
আর ৬.২ ওভারে নিজে ১ রান করে আউট হন মুমিনুল হক, দলের রান তখন ৪১।
দলীয় ৮৪ রানে ১৫.১ ওভারে ৪৩ বল খেলে ২৯ রানে রঙ্গনা হেরাতের বলে আউট হলেন এনামুল।
বাংলাদেশের ১০.৪ ওভারে ১০০ রান যখন, ৪৬ বল খেলে ২৮ রান করে পেরেরার বলে ক্যাচ দিয়ে আউট হলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
৫৯ বলে ৪৬ রান করে আউট হলেন সাকিব আল হাসান, দলীয় রান তখন ১৬৪।
দলীয় ২০৮ রানের মাথায় ৩৯ বল খেলে ৩৬ রান করে আউট হলেন মুশফিকুর রহিম।
এদিকে বিশ্বকাপে বাংলাদেশের ৩য় এই ম্যাচে জয়ের জন্য ৩৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে লঙ্কানরা।
১৪৭ বলে ১৬১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিলকারত্নে দিলশানমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক আঞ্জেলো ম্যাথুস। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী বোলারদের তুলোধুনো করেছে লঙ্কানরা ব্যাটম্যানরা। এজন্য হতশ্রী ফিল্ডিংও অনেকাংশে দায়ী।
মাশরাফির বলে ইনিংসের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন থিরিমান্নে। কিন্তু তা তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন এনামুল হক। এরপর দিলশানের ক্যাচ পয়েন্টে নিতে ব্যর্থ হয়েছেন মুমনিল হক। আর তাতে এক উইকেট হারিয়ে ৩৩২ রান করে শ্রীলঙ্কা। এই ক্যাচ মিসের মহড়ার মাঝে দিলশান ছিলেন অবিচল। শেষ অবধি অপরাজিত ছিলেন সেঞ্চুরি হাঁকানো দিলশান, কোন ছক্কা ছাড়াই ২২ বাউন্ডারি দিয়ে ১৪৭ বলে করেন ১৬১ রান। আর ঝড়ো ইনিংস খেলা সাঙ্গাকারা ১৩৮.২ স্ট্রাইক রেটে ৭৬ বলে খেলে করেন ১০৫ রান।
বাংলাদেশ দল ১ম ইনিংসে একবারই এরকম উপলক্ষ পেয়েছিল। ৫২ রান করা থিরিমান্নেকে সাজঘরে ফেরায় রুবেল- এএফপি বাংলাদেশ দল ১ম ইনিংসে একবারই এরকম উপলক্ষ পেয়েছিল। ৫২ রান করা থিরিমান্নেকে সাজঘরে ফেরায় রুবেল- এএফপিবাংলাদেশের হয়ে এক মাত্র উইকেটটি পেয়েছেন রুবেল হোসেন। ৫২ রান করে তার বলে আউট হয়েছেন থিরিমান্নে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, হেরাথ, লাসিথ মালিঙ্গা ও লাকমাল।