‘ফোকাস অবশ্যই জয়’

নেলসনে সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের সাথে জয়ের আশায় দেখিয়েছেন টাইগার অধিনায়কস্কটল্যান্ডের সঙ্গে ৩টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সব ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এই স্কটিশদের বিপক্ষে। ১৬ বছর পর বিশ্বকাপে আবারও মুখোমুখি ২ দল। এবারও ছাড় দিতে নারাজ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার বাংলাদেশ সময় গভীর রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এই ম্যাচে জয়ের টার্গেট নিয়ে মাঠ নামবেন মাশরাফি। নেলসনে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন তিনি।

‘জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে। খেলোয়াড়রা সবাই চেষ্টা করে যার যার আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার। আমি সবার আগে ফোকাস করব অবশ্যই জয়। আমাদের জন্য বেশী গুরুত্বপূর্ণ জয়।’ সংবাদ সম্মেলনে বলেন টাইগার অধিনায়ক।

এই উইকেটে স্পিনারদের কিছু করার নেই। যা করার করতে হবে পেস বোলারদেরই। এক দিন আগে সাকিব বলেছেন এই কথা। আসলেই কি নেই! এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই। সবার মধ্যেই প্রত্যাশা থাকে এ সব উইকেটে খেলতে এসে পেস বোলাররাই কাজ করবে। কাজটা স্পিনারদের চেয়ে পেস বোলারদের বেশী থাকে। ভাল শুরুর ওপর নির্ভর করে অনেক কিছু। কারা ভাল স্পিন খেলে নাকি ভাল পেস খেলে এটা বিষয় নয়। আমার মনে হয় পেস বোলারদের একটা দিন খারাপ গেছে; এটা হতেই পারে। পরের ম্যাচে তারা ফিরে আসবে আশা করি। এই উইকেট দেখে ভাল বোলিং করার ইচ্ছা জেগে উঠবে পেসারদের।’

এই মাঠে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল; এটা আপনাদের মাথায় কতটা আছে? এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘এই মাঠ কিংবা ওই মাঠ এটা বিষয় নয়। ক্রিকেটে এমন বহু কিছুই হতে পারে। আমাদের সঙ্গে অনেক বারই ঘটেছে এমন। আমরা শ্রীলঙ্কার ম্যাচে যতটা ফোকাস ছিলাম ততটাই ফোকাস থাকব এই ম্যাচে। শ্রীলঙ্কার সঙ্গে পারিনি; এখানে রিলাক্স হওয়ার সুযোগ নেই। মূল জিনিস হচ্ছে খেলায় সব সময় হার-জিত আছে। সেটা মাথায় রাখতে হবে। স্কটল্যান্ড ভাল খেলতে পারে; খেলছেও। আমার মনে হয় আমাদের সেরা ক্রিকেটটাই খেলা উচিত।’

ইংল্যান্ডকে হারানোর আগে ট্রায়াল কোনো ম্যাচ কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘স্কটল্যান্ডের সঙ্গে যদি আমরা জিতি তাহলেও ২টা সুযোগ পাচ্ছি। নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড। এ ম্যাচ হারলে আমাদের একটা সুযোগ থাকবে। এ ম্যাচ জিতলে আমাদের ২টা সুযোগ থাকবে। এটা পরের হিসাব। গুরুত্বপূর্ণ হল- এই ম্যাচটাকে নিয়ে চিন্তা ভাবনা করা। এই ম্যাচটা জেতার জন্য যতটুকু সম্ভব ততটুকু করা উচিত। ম্যাচটা যদি জিততে পারি তাহলে পয়েন্টও পাব সেই সঙ্গে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়বে। জয়ের বিকল্প নেই।’

টস-উইকেট এগুলো নিয়ে কি ভাবনা এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘আজ যতটুকু দেখেছি উইকেট, কাল কেমন থাকবে বুঝতে পারছি না। তবে টস প্রভাব ফেলতে পারে কখনো কখনো। সকালের ম্যাচে অনেক সময় টস প্রভাব ফেলে। আমাদের শুধু ওইটা চিন্তা করেই টিম ব্যালেন্স রাখা উচিত না।’

উইকেট দেখে কি একজন পেসার কিংবা স্পিনার বাড়তি খেলানোর কথা ভাবছেন এ প্রশ্নে তিনি বলেছেন, ‘এখানে আমরা সেরা একাদশটাই দেওয়ার চেষ্টা করব। আমাদের দলে ১৫ জন সেরা ক্রিকেটার রয়েছে। হয়তো অনেক সময় অনেকে পারফর্ম করতে পারে না, এটা অন্য দেশের খেলোয়াড়দের ক্ষেত্রেও হচ্ছে। আমি একজন অধিনায়ক হিসেবে মনে করছি ১৫ জনই সেরা ক্রিকেটার। টিম ব্যালেন্স অনুযায়ী যেই সুযোগ পাক, সেই নিজের সেরা খেলাটাই খেলবে।’

জার্গেনসন বলেছেন, ম্যাচটা খুব কঠিন হবে এমন মন্তব্যে কি ভাবছেন এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘প্রফেশনাল জায়গা থেকে সে খুব পারফেক্ট কথা বলেছে। এটা খুব স্বাভাবিক ও এখন স্কটল্যান্ডের হয়েই কথা বলবে। খেলাটা যে সহজ হবে না এটা আমরাও আশা করছি না। এটা হলেই আমাদের ফোকাসটা ওই দিকে থাকবে। আমরা আশা করছি ওরা কঠিন প্রতিপক্ষ আমাদের। এবং আমরাও আমাদের সেরাটা খেলতে চাই।’


ছবিঘর বিভাগের আরো খবর...
সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার
বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে
টিভি রিপোর্টারের সাথে…(ভিডিও) টিভি রিপোর্টারের সাথে…(ভিডিও)
প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি
টাইগারদের আজ সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী টাইগারদের আজ সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী
টাইগারদের ধারাবাহিক সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন টাইগারদের ধারাবাহিক সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন
টি-টোয়েন্টিতেও টাইগারদের পাকিস্তান বধ টি-টোয়েন্টিতেও টাইগারদের পাকিস্তান বধ
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ
পাকিস্তানি মিডিয়ায় বাংলাদেশের জয়ের খবর পাকিস্তানি মিডিয়ায় বাংলাদেশের জয়ের খবর
১১ এপ্রিল টাইগারদের সংবর্ধনা ১১ এপ্রিল টাইগারদের সংবর্ধনা

‘ফোকাস অবশ্যই জয়’
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet