বিশ্বের আলোচিত ৭ নারীকে নিয়ে প্রামাণ্য চিত্র ‘সেভেন’

নারী নির্যাতন ও নারী অধিকার নিয়ে কাজ করা বিশ্বের আলোচিত ৭ নারীর জীবনী নিয়ে তৈরি ‘ডকুমেন্টারী’ প্রদর্শিত হবে আসছে নারী দিবসে। ‘সেভেন’ শীর্ষক এ প্রামাণ্যটি আগামি ৬ মার্চ শুক্রবার ছায়ানট ভবনে ইউএন উইমেন এবং এ্যাকশন এইড যৌথভাবে প্রদর্শন করতে যাচ্ছে।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ইউএন উইমেন এবং এ্যাকশন এইড

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে আলোচিত ৭ নারীর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। যারা নারী নির্যাতন, নারীর অধিকার, শিশু নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে কাজ করে আলোচিত হয়েছেন।

আলোচিত ৭ নারীর মধ্যে রয়েছেন, নাইজেরিয়ার হাফসাত আবিওলা, ক্যাম্বোডিয়ার মু সোচুয়া, গুয়াতেমালার অ্যানবেলা ডে লীওন, উত্তর আয়ারল্যান্ডের আইনেজ ম্যাক-করম্যাক, আফগানিস্তানের ফরিদা আজিজ, রীসল্যান্ড মেরিনা পিসক্লাকোভা-পার্কার, পাকিস্তানের মুক্তার মাই।

বিশ্বের ৭ আলোচিত নারীর জীবন কাহিনী নিয়েই তৈরি হয়েছে ‘সেভেন’।

এক.

হাফসাত আবিওলা নাইজেরিয়ায় মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন সমর্থক ও কর্মী। হাফসাতের বাবা-মা দুজনেই ছিলেন মানবাধিকারকর্মী। এক সময় হাফসাতের বাবা ও মাকে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর হাফসাত গড়ে তোলেন কুদিরাত ইনিশিয়েটিভ ফর ডেমোক্রেসি। যার মাধ্যমে নাইজেরিয়ার মেয়েদের কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন ও নের্তৃত্ব বিকাশের সুযোগ দেয়।

দুই.

মু সোচুয়া ক্যাম্বোডিয়ার সাবেক মহিলাবিষয়ক মন্ত্রী। যিনি সে দেশের তৎকালীন মন্ত্রীসভার মাত্র দু’জন নারীর একজন। ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ডের যৌন বাণিজ্যজনিত নারীপাচারের বিরুদ্ধে কাজ করার জন্য ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য সহ মনোনীত হয়েছিলেন। মু সোচুয়া ২০০৮ সালে ক্যাম্বোডিয়ার ৪৮২টি গ্রামে মানুষের ঘরে ঘরে ঘুরে জাতীয় সংসদের সদস্যপদ লাভ করেন।

তিন.

অ্যানবেলা ডে লীওন শিক্ষার মাধ্যমে নিজেকে এবং তার পরিবারকে দারিদ্র মুক্তির পথে নিয়ে এসেছেন। ১৯৯৫ সাল থেকে সাংসদ পদে অধিষ্ঠিত অ্যানবেলা দুর্নীতির বিরুদ্ধে এবং সুবিধা বঞ্চিতদের বিশেষ নারী ও আদিবাসী গোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে তার সোচ্চার লড়াইয়ের জন্য মৃত্যু হুমকিও পেয়েছেন।

চার.

আইরিশ কংগ্রেস অফ ট্রেড ইউনিয়ন্সের প্রেসিডেন্ট আইনেজ ম্যাক-করম্যাক ছিলেন মানবাধিকার, নারী-অধিকার, শ্রম অধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে নিবেদিত নারী। সংখ্যালঘুদের সমঅধিকার ও ন্যায্য শ্রমনীতির সমর্থনে কাজ করে আইনেজ ১৯৯৮ সালের গুড ফ্রাইডে শান্তিচুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখেন। অল্প সময়ের অসুস্থতায় ২০১৩ সালের জানুয়ারিতে মৃত্যুবরণের আগে পর্যন্ত সুবিধাবঞ্চিতদের কল্যাণে নিরলস লড়াই করে গেছেন।

পাঁচ.

আফগানিস্তানে তালিবান শাসনামলে নারীদের অধিকারহরণ ও সামাজিক দমনের বিরুদ্ধে প্রতিবাদ ও লড়াই করতে গিয়েই ফরিদা আজিজ একজন সমাজকর্মীতে পরিণত হন। স্বদেশে বার বার জীবননাশের হুমকির কারনে বর্তমানে তিনি তার দুই সন্তান সহ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তিনি আফগানিস্তানে নারী অধিকার ও শান্তিরক্ষার সপক্ষে কাজ কাজ চালিয়ে যাচ্ছেন।

ছয়.

মেরিনা পিসক্লাকোভা: ১৯৯৩ সালে প্রবল প্রতিকুলতার মুখে মেরিনা পিসক্লাকোভা -পার্কার শুরু করেন নিজগৃহে। নির্যাতনের শিকার নারীদের তাৎক্ষণিক ভাবে সাহায্য করার জন্য প্রথম হটলাইন সেবা চালু করেন। যা ক্রমশ বড় হয়ে সেন্টার এনা এ পরিণত হয়েছে। এ সংস্থা থেকে লক্ষাধিক রাশিয়ান নারীকে বিবিধ সমস্যার প্রয়োজনীয় উপদেশসহ অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে।

সাত.

মুক্তার মাই: একটি তথাকথিত অনার ক্রাইমের উচিত শান্তিস্বরুপ মুক্তার মাইকে গণধর্ষণ করেন চারজন পুরুষ। সারা পৃথিবীতে খবরের শিরোনামে স্থান পায় মুক্তার ও তার হৃদয়বিদারক কাহিনী। এরকম পরিস্থিতিতে অন্য দশজন নারীর মতো আত্মহত্যার পথ বেছে না নিয়ে সাহসী মুক্তার তার ধর্ষকদের ন্যায্য বিচার নিশ্চিত করেন। তিনি মেয়েদের উন্নত জীবনের পথ দেখবার জন্য স্কুল গড়ে তোলেন এবং বর্তমানে শিক্ষার প্রয়াসে কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফ্রুগাল ইস্কেজার, ভূটানের রাষ্ট্রদূত পেমা চোডেন, নরওয়ের রাষ্ট্রদূত মিরিতা লুনডিমো, এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশ ফেডারেশন অব উইম্যান ইন্টাপ্রেনার্সের প্রেসিডেন্ট রোকেয়া রহমান, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়েন্জা ক্যাম্পস ডা নোব্রেজা প্রমুখ। সূত্র: প্রিয়


নারী বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

বিশ্বের আলোচিত ৭ নারীকে নিয়ে প্রামাণ্য চিত্র ‘সেভেন’
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet