ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার দুপুরের মধ্যেই নেতাকর্মীদের ভীড়ে সমাবেশস্থল ভরে গেছে।দুপুর ২টার মধ্যেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় বিপুলসংখ্যক নেতাকর্মী শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বরের সড়কে অবস্থান নিয়েছে। সমাবেশের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।
সরজমিনে দুপুরে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, বিভিন্ন শ্লোগানের সঙ্গে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন। অনেকেই অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সমর্থন পেতে প্রচুর লোক নিয়ে এসেছে। অনেককে প্রার্থী ঘোষণা করে ফেস্টুনও বহন করতে দেখা গেছে।
এছাড়া ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’ ও ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।
সমাবেশের মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হলের নেতাকর্মী, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।