প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরে নিরাপত্তা সহযোগিতা চুক্তি, বন্দি প্রত্যর্পণ চুক্তি, ফরেন অফিস কনসালটেশন সমঝোতা, শ্রমিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ বিষয়ে চুক্তি সই হবে এবং শেষে যৌথ ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রী।
শুক্রবার সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
দ্বিপাক্ষিক সফরে যোগ দিতে ২৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ২৭ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শ্রমবাজার নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল, তা সমাধান হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমাধান না হলে কীভাবে দ্বিপাক্ষিক সফর সম্ভব!
তিনি বলেন, ২০০৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে। আর ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার বন্ধ হয়ে আছে। এ সমস্যারও সমাধান হবে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরটি অনেক গুরুত্বপূর্ণ।
কারণ হিসেবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারের বিষয়ে এ সমস্যা সমাধানে আসা যাবে। এ নিয়ে কাজ চলছে।
তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য হয়েছে ১.১৭ বিলিয়ন ডলার। আরব আমিরাত থেকে পণ্য আমদানি হয়েছে ৯৩২ বিলিয়ন। আর পণ্য রফতানি হয়েছে, ২৪৫ মিলিয়ন ডলার। এই বাণিজ্য ঘাটতি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।
সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে মোট ৫০ জন প্রতিনিধি থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার নীলফামারীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের প্রতিবাদ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, তার বক্তব্য অসত্য, ঠিক নয়। কোনো দেশ এ সরকারকে স্বীকৃতি না দিলে আমাদের এত অর্জন কীভাবে সম্ভব হলো!
তিনি প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সরকারি সফর যাচ্ছেন, তাহলে এটা কী করে সম্ভব হলো!
এ সময় তিনি এ সরকারের স্বীকৃতি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-র প্রেসিডেন্ট নির্বাচনে সাবের হোসেন চৌধুরী (এমপি) নির্বাচিত হওয়ায় বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কয়েকটি সংবাদমাধ্যমের সংবাদ ছাপানোর প্রক্রিয়া নিয়ে বিরক্ত প্রকাশ করেন।
তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও ছবির পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবিসহ বক্তব্য প্রকাশের সমালোচনা করেন।
মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) তো বিরোধীদলীয় নেতা নন। তাহলে কেন এটা করা হবে!
এরপর থাইল্যান্ডে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মুস্তফা কামাল বলেন, থাইল্যান্ডে উদ্ধার বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য একটি প্রতিনিধি দল সে দেশে যাবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহিদুল হক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।