শিরোনাম থেকে খালেদ মাহমুদ সুজনের ক্যাসিনো সংবাদ না মুছতে পাওয়া গেলো আরেক শিরোনাম। বাংলাদেশের ক্রিকেটের আরেক উজ্জ্বল তারকা নাঈমুর রহমান দুর্জয়কে দেখা গলে ক্যাসিনো টেবিলে।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ম্যানেজারের ক্যাসিনো যাওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি, বিতর্কও হয়েছে বিস্তর। যদিও এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তেমন কোন প্রতিক্রিয়া ছিল না।
সুজনের ক্যাসিনো বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে ক্যাসিনো বিতর্কের জন্ম দিলেন দুর্জয়।
সুজনকে দেখা গিয়েছিল ক্যাসিনো টেবিলের সামনে, আর বিসিবির পরিচালক ও ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান দুর্জয়কে দেখা গেলো রীতিমতো ক্যাসিনোতে ব্যস্ত সময় কাটাতে!
৩৩ সেকেন্ডের এক ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অভিষেক টেস্ট ক্রিকেট অধিনায়ককে একমনে ক্যাসিনো টেবিলে খেলতে। এই সময় তার পাশে একজন বিদেশী এবং একজন মহিলাকেও দেখা গেছে।
কয়েক দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সফরসঙ্গী হয়ে নিউজিল্যান্ড গেছেন দুর্জয়। খেলার মাঠেও নিয়মিত যাচ্ছেন তিনি। কিন্তু বিশ্বকাপের মত একটি গুরুত্বপূর্ণ আসরে তার মত যেয়ে তার মত গুরুত্বপূর্ণ একজনের ক্যাসিনোতে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে এ ব্যাপারে আইসিসি কিংবা বিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।