তাইওয়ানের একটি মাছ ধরা জাহাজ জরুরি বার্তা ছাড়াই ৪৯ ক্রু নিয়ে সুদূর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়।
গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ৩টায় জানানো হয় এইচসিয়াঙ ফু চুন’ নামের জাহাজটি ফুটো হয়ে এর ডেকে পানি ঢুকে পড়ছে। এর কিছু সময় পর থেকেই মালিকদের সঙ্গে জাহাজের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্যাটেলাইট তথ্য থেকে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময়ে জাহাজটি ফকল্যান্ড দ্বীপ থেকে ১৭শ’ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
জাহাজে একজন তাইওয়ানী স্কিপার, একজন চীফ ইঞ্জিনিয়ার, ১১ চাইনীজ, ২১ ইন্দোনেশিয়ান, ১৩ ফিলিপিনো ও ভিয়েতনামের দুই নাবিক রয়েছে।
তাইওয়ান ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া দেশটি আর্জেন্টিনা, ব্রিটেনসহ ওই এলাকার অন্যান্য জাহাজের কাছে সহায়তা চেয়েছে।