রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক শামারুখ মাহজাবিন শ্যামা হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক। আসামিপক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী।
এর আগে গত ২ মার্চ চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার আসামি হুমায়ুন সুলতান সাদাফ হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন করে বাদীপক্ষ। শুনানি শেষে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক বলেন, ‘এ মামলায় হাইকোর্ট আসামিকে জামিন দিয়েছিলন। আমরা জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত জামিন স্থগিত করেছেন। এর ফলে আসামিকে কারাগারে থাকতে হচ্ছে।’
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার ছয় নম্বর সড়কের শ্বশুরের বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চিকিৎসক শামারুখ মাহজাবিনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই রাতেই শামারুখের বাবা নূরুল ইসলাম ধানমণ্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (যশোর-৫) টিপু সুলতান, তাঁর স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতান সাদাফকে আসামি করা হয়। সাদাফ বর্তমানে কারাগারে রয়েছেন। তবে টিপু সুলতান ও তাঁর স্ত্রী জেসমিন আরা বেগম উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এনটিভি