ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাসগড়া শতরানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক করার অনন্য কৃতিত্ব অর্জনের পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে। কিন্তু বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রুবেল হোসেন। গুরুত্বপূর্ণ সময়ে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের দারুণ জয়ের প্রধান নায়ক নিশ্চিতভাবেই এই ডানহাতি পেসার। ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও তাই ঝরল রুবেলের প্রশংসা। মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে হাস্যোজ্জ্বল মুখে মাশরাফি বললেন, ‘রুবেল ইজ ভেরি হ্যাপি নাউ।’
৬৩ রানের ইনিংস খেলে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছিলেন ইংলিশ ওপেনার ইয়ান বেল। ২৭তম ওভারে বেল ও অধিনায়ক ওয়েন মরগানকে আউট করে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন রুবেল। ম্যাচের শেষপর্যায়ে আবার তীরে এসে তরী ডোবার আশঙ্কা ভর করেছিল বাংলাদেশ শিবিরে। জয়ের জন্য শেষ ১৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩১ রান। ৪৮তম ওভারে তাসকিনের বলে ক্রিস ওকসের ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের সমর্থকদের হতাশায় ডুবিয়ে দিয়েছিলেন তামিম। শেষ ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৬ রান। হাতে ছিল দুই উইকেট।
শ্বাসরুদ্ধকর এই মুহূর্তে আবার জ্বলে ওঠেন রুবেল। ৪৯তম ওভারে দারুণ বোলিং করে ২৬০ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের ইনিংস। নিজের শেষ ওভারে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশকে এনে দেন ১৫ রানের দারুণ এক জয়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড।