মাগুরা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সিরাজুল আকবর (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বুকে ব্যাথা অনুভব করায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টায় তিনি মারা যান।
ডা. সিরাজুল আকবর মাগুরা-১ আসন থেকে ৪ বার সংসদ সংদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি।
সোমবার মাগুরায় আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ১১ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।