কয়েকদিন আগে লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে শহর থেকে অপহৃত নয়জনের মধ্যে আরেক বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী জেলায় বলেজানা গেছে।
গত ৬ মার্চ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) লিবিয়ার এক তেলক্ষেত্র থেকে নয়জনকে অপহরণ করে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিনের নাম জানা গিয়েছিল, পরে আনোয়ার হোসেনকে চিহ্নিত করা হয়। একই ধরনের নাম হওয়ায় প্রথম দিকে আনোয়ারকে সুদানের নাগরিক হিসেবে ভুল করা হচ্ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসের নাম বলা হয়নি।
আনোয়ার হোসেনের পাসপোর্ট নম্বর এই ৩৬৩০৭৫৪। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। আনোয়ারকে চিহ্নিত করেন পাশের একটি তেলক্ষেত্রে কাজ করা আরেক বাংলাদেশি নাগরিক।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, তারা অপহৃতদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার পর পার্শ্ববর্তী আরেকটি তেলক্ষেত্র থেকে ২১ বাংলাদেশি নাগরিককে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস বিষয়টির ওপর নিয়মিত নজরদারি করছে।