ডিসিসি ও সিসিসি নির্বাচন

এ মাসেই তফসিল

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খখলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদরোজার আগে এপ্রিল থেকে জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদ। এ মাসের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খখলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত চলে।

বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল প্রমুখ।

বৈঠক শেষে ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘রোজার আগেই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এ মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা চলছে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তারা আমাদেরকে জানিয়েছে, দেশের পরিস্থিতি এখন আগের চাইতে অনেক ভালো। নির্বাচন করার পরিবেশ আছে।’

শুক্র ও শনিবার ছাড়া যেকোনো নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিক্ষা অধিদপ্তর থেকে মতামত দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

সিইসি বলেন, ‘আমরা চাই সবাই এ নির্বাচনে অংশ নেবে। তবে কেউ যদি না আসে, সে বিষয়ে আমাদের করার কিছু নেই।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসি সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলি, জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু প্রমুখ।

উল্লেখ্য, গত ২০০২ সালের এপ্রিল মাসে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের মে মাসে এর মেয়াদ শেষ হয়ে যায়। এর পর সীমানা সংক্রান্ত জটিলতা ও দেশের জরুরি অবস্থাসহ বিভিন্ন কারণে আর নির্বাচন হয়নি।

গত মাসে স্থানীয় সরকার বিভাগ সীমানা জটিলতার সুরাহা করে দুই (উত্তর ও দক্ষিন) ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানায়।

আর চট্টগ্রাম সিটি করপোরেশনের শেষ নির্বাচন হয় ২০১০ সালে।


প্রধান সংবাদ বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

এ মাসেই তফসিল
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet