বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
মিরপুর স্টাফ কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।
বিএনপি ও সালাহ উদ্দিন আহমদের পরিবারের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘তাকে যদি আটক করা হতো, তাহলে ২৪ ঘণ্টার ভেতর আদালতে উপস্থিত করার যে বাধ্যবাধকতা রয়েছে তা করা হতো।’
‘কে বা কারা তাকে নিয়ে গেছে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই’ বলেও এসময় জানান পুলিশের মহাপরিদর্শক।
এদিকে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করে রবিবার হাইকোর্টে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে বৃহস্পতিবার দুপুরে রুল জারি করে হাইকোর্ট।
প্রসঙ্গত, বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, ‘গতকাল (মঙ্গলবার) রাত ১০টার পর পুলিশ, ডিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২০-২৫ জনের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে। একই সাথে বাসার একজন পুরুষ ও একজন নারীকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেপ্তারের পর থেকে সালাহ উদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছিলেন।