বৃহস্পতিবার থেকে আবার রাতে যাত্রীবাহী বাস চলবে। বাস মালিকদের দাবির মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালিক ও পরিবহন শ্রমিক নেতারা।
এসময় সরকারের পক্ষ থেকে রাত্রিকালীন চলাচল করা বাসে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে দেশব্যাপী রাত্রিকালীন বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসব নাশকতায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে অন্তত ১০জন মারা যান। ফলে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রাতে বাস চলাচল প্রায় এক মাস বন্ধ রাখে সরকার।
বৃহস্পতিবার বৈঠকের পর পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতউল্লাহ গণমাধ্যমকে জানান, সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাত থেকে রাত্রিকালীন বাস চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন আর রাতে বাস চালাতে কোনও বাধা নেই।
তিনি জানান, এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাত্রিকালীন বাস চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান ও স্থানীয় সরকার মন্ত্রী মসিউর রহমান রাঙা উপস্থিত ছিলেন।