শেষ আটের লক্ষ্য অর্জিত হয়েছে। মাশরাফিদের সামনে এবার সেমিফাইনালে ওঠার হাতছানি। প্রতিপক্ষ ভারত। এই বাধা পেরোলেই বাংলাদেশ উঠে যাবে স্বপ্নের শেষ চারে। ক্রিকেট-পাগল মানুষদের বিশ্বাস, এই বাধা পেরিয়ে বাংলাদেশ উঠে যাবে সেমিতে। কেউ পারবে না সাকিব-মুশফিকদের সামনে বাধা হয়ে দাঁড়াতে।
বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পতাকা মিছিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি নামের একটি সংগঠন এর আয়োজন করে। লাল-সবুজের পতাকা নিয়ে যুবক-তরুণদের মিছিলটি টিএসসি থেকে যাত্রা শুরু করে দোয়েল চত্বর, গুলিস্তান হয়ে আবার টিএসসিতে এসে থামে।
খেলার মতো খেলে যাও, জয়-পরাজয় বড় নয়। তোমরা জিতলেও বীর, হারলেও বীর-এমনই উৎসাহব্যঞ্জক স্লোগান ছিল মিছিলটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণির মানুষও এই মিছিলে যোগ হন। ঢাকঢোল পিটিয়ে নেচেগেয়ে এই মিছিলটি শেষ করে তারা।
দেশের মানুষদের এই আবেগ-ভালোবাসা সুদূর অস্ট্রেলিয়া থেকে হয়তো উপলব্ধি করতে পারছেন না টাইগাররা। কিন্তু এই লাল-সবুজের রং গায়ে জড়িয়ে নিশ্চয়ই উদ্দীপ্ত হয়ে উঠবেন তাঁরা। এই শক্তি-সাহস বুকে নিয়ে দেশের জন্য লড়াই করতে নেমে পড়বেন মাশরাফিরা। এই পতাকা মিছিল তারই প্রতীক।