স্বামীকে খুঁজে বের করার অনুরোধ জানাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন যাবেন বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন অাহমেদরে স্ত্রী হাসিনা অাহমেদ।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারলে, তার কাছে একটি স্মারকলিপি দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কিছু লোক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে দাবি করছে তার পরিবার।
তবে সরকারের পক্ষ থেকে অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ এবং র্যাবও তাকে গ্রেফতার বা আটকের কথা অস্বীকার করছে।
এর অাগে বেশ কয়েকবার হাসিনা অাহমেদ নিখোঁজ সালাহ উদ্দিন অাহমেদকে খুঁজে বের করার জন্য অাইনশৃঙ্খলা বাহিনীর কাছে অাহ্বান জানিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
এছাড়া স্বামীর সন্ধান দেওয়ার দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তিনি। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাইকোর্টে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।