বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ৩০৩ রান চাই বাংলাদেশের। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মা আর সুরেশ রায়নার আক্রমণাত্মক ব্যাটিং ৬ উইকেটে ৩০২ রান এনে দিয়েছে ভারতকে। রোহিত ১৩৭ ও রায়না ৬৫ রান করেছেন, যাদের দু’জনেরই স্ট্রাইকরেট একশোর উপরে । ৬৯ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ।
বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করা রোহিত শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২২ বলে ১৩৭ রান করে। তিনি অবশ্য ভাগ্যবান, ব্যক্তিগত ৯০ রানে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ দিয়েও স্কয়ার লেগে আম্পায়ার আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে গেছেন। রুবেল হোসেনের ফুল টস বল রোহিতের কোমরের ওপরে ওঠার অভিযোগ টিভি রিপ্লেতে ভুল বলেই মনে হয়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরুতেই টস হারের হতাশা। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অনুমিতভাবেই ব্যাটিং নেওয়া ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু রোহিত শর্মা ও সুরেশ রায়নার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় গতবারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো জুটিটা ভেঙেছেন মাশরাফি বিন মুর্তজা, রায়নাকে (৬৫) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে।
ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে দলকে ৭৫ রান উপহার দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। হতাশায় আক্রান্ত বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়ার কৃতিত্ব সাকিব আল হাসানের। সপ্তদশ ওভারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ৩০ রান করা ধাওয়ানকে।পরের ওভারেই রুবেল হোসেনের আঘাত। ইংল্যান্ড-বধের অন্যতম নায়কের অফস্টাম্পের একটু বাইরে পিচ পড়া বল ড্রাইভ করতে চেয়েছিলেন বিরাট কোহলি। নিচু ক্যাচ দারুণ দক্ষতায় গ্লাভসবন্দি করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মুশফিকুর রহিম। ভারতের সেরা ব্যাটসম্যানের অবদান মাত্র তিন রান।
২৮তম ওভারের শেষ বলে মাশরাফির দলকে তৃতীয় উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে (১৯)।
অসুস্থতা কাটিয়ে বাংলাদেশ দলে প্রত্যাশিতভাবে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ককে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে। ভারতীয় দলে কোনো পরিবর্তন নেই