এ কেমন আম্পায়ারিং!

টাইগাররা আজ লড়ে গেলো নিজেরাই‘ভাগ্যদেবী’ যেন শুরু থেকেই বিমুখ বাংলাদেশের ওপর। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাশরাফি-সাকিবদের। বোলারদের নৈপুণ্যে ভারতকে ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ে উল্টো বাংলাদেশই চাপের মধ্যে!

উদ্বোধনী জুটিতে ৭৫ রান ওঠার পর শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের বিদায়ে ভারত পরিণত হয়েছিল তিন উইকেটে ১১৫ রানে।

৩৪তম ওভারে সুরেশ রায়নার বিপক্ষে এলবিডব্লিউ আবেদন করেন মাশরাফি। মাঠের আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মাশরাফির বল পড়েছিল লেগসাইডের সামান্য বাইরে। ব্যবধানটা ছিল মাত্র কয়েক মিলিমিটার। ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হয়েছে, ‘বল ব্যাটে লাগেনি। বলটা লেগসাইডের একটু বাইরে পিচ পড়েছে। বলের অর্ধেক অংশই ছিল লাইনের মধ্যে। খুবই ভালো আবেদন বাংলাদেশের। খুবই কাছাকাছি গিয়েছিল। প্রায় ৫১%।’ কিন্তু বলটা শেষপর্যন্ত স্টাম্পে লাগত কি না, তা পর্যালোচনা করে দেখেননি থার্ড আম্পায়ার।

ছয় ওভার পর বাংলাদেশের আরেকটি সাফল্যের উপলক্ষ বাতিল হয়ে গেছে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে। ৪০তম ওভারে রুবেল হোসেনের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন রোহিত শর্মা। কিন্তু ‘নো বল’ ঘোষণা করে আউট দেননি স্কয়ার লেগ আম্পায়ার আলিম দার। পরে টিভি রিপ্লেতে দেখা গেছে, বলটা ছিল রোহিতের উরুর উচ্চতায়। যা ক্রিকেটের নিয়মে কোনোভাবেই ‘বিমার’ বলা যায় না। আর তাই ‘নো বল’ ঘোষণার সিদ্ধান্তটাও অযৌক্তিক। ব্যক্তিগত ৯০ রানে আম্পায়ারের কৃপায় ‘জীবন’ পাওয়া রোহিত শেষ পর্যন্ত ফিরেছেন ১২২ বলে ১৩৭ রান করে।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

এ কেমন আম্পায়ারিং!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet