টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে অধিক রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকায় বহিস্কার হয়েছেন বাঁ হাতি পেসার আল আমিন। এ নিয়ে দেশ জুড়ে তুলকালাম। আল আমিনের মতো এবার অল রাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ।
বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের আগের রাত সাড়ে দশটার পরেও সাকিব টিম হোটেলের বাইরে ছিলেন বলে অভিযোগ উঠেছে। তার এই অধিক রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকা এবং আজকের পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।
এদিকে আজ আইসিসি’র কার্ড গলায় ঝুলিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অলিম্পিক লাউঞ্জে বসে খেলে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আজীবন নিষিদ্ধ লিজেন্ড অব রুপগঞ্জের কর্নধার লুৎফর রহমান বাদল। বিসিবি’র নিষিদ্ধ হয়েও তিনি আইসিসি’র আতিথেয়তা কি করে পেলেন এ নিয়েও উঠেছে নানা ধরনের প্রশ্ন।
বিসিবি কর্মকর্তারাও বাদলকে ভিআইপি আসনে দেখে বিস্মিত হয়েছেন। জানা গেছে এবারের বিশ্বকাপে এর আগে কোন ম্যাচ দেখেননি বাদল। গুরুত্বপূর্ন ম্যাচে বাদলের উপস্থিতি, সাকিবের অধিক রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকা এবং তার পারফরম্যান্স মিলে দানা বাঁধছে সন্দেহ। বল হাতে সাকিব ৫৮ রানে পান ১ উইকেট এবং ব্যাট হাতে ৩৪ বলে করেন মাত্র ১০ রান।
ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলের সঙ্গে বাদলের একটি যোগসূত্র রয়েছে। সেখানে বাংলাদেশের কোন কোন খেলোয়াড় এবারের আইপিএল এ সুযোগ পাবেন তার একটি তালিকাও নাকি ঠিক করার দ্বায়িত্ব পেয়েছেন বাদল।