কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করে তাদের কুশপুতুল পুড়িয়েছে বিক্ষুব্ধ টাইগার সমর্থকরা।
বৃহস্পতিবার মেলবোর্নে খেলা শেষ হওয়ার পরপরই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে সমর্থকরা। তাতে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের বিরুদ্ধে স্লোগান ওঠে
একটি রোহিত শর্মাকে করা রুবেল হাসানের বলকে ‘নো বল’ কল করা, রোহিতের ব্যাট থেকে যাওয়া যে বলটি তালুবন্দি করেছিলেন বাংলাদেশের ফিল্ডার।
আরেকটি আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেওয়া, যা লাইনের ওপর দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড় তালুবন্দি করেছিলেন বলে দাবি উঠেছে।
প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকে ভিড় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং হলের কমনরুমগুলো।
খেলায় বাংলাদেশের ১০৯ রানে হারার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হয়।
সেখানে মিছিল-স্লোগানের পর পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও ব্রিটিশ আম্পায়র ইয়ান গোল্ডের কুশপুতুলে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এরপর ক্যাম্পাসে ফের মিছিল করে তারা।
আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গণজাগরণ মঞ্চও মিছিল করেছে। মিছিলটি শাহবাগের জাদুঘরে সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে শাহবাগে ফিরে আসে।
আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল আম্পায়ারিংয় নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আগামী বৈঠকে তুলবেন বলে মেলবোর্নে বাংলাদেশের সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “মেলবোর্নে যা দেখলাম, এটা আইসিসি না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আমি ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিলকে রিপ্রেজেন্ট করতে পারব না। যা বলার আমি বলব, নেক্সট মিটিংয়ে, এমনও হতে পারে আমি রিজাইন করব।”