হাজী সেলিম নাকি সাঈদ খোকন। মেয়র পদে কে লড়বেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে? এ নিয়ে আলোচনা-সমালোচনা অনেক হয়েছে। এই দুজনের মধ্যে দল কাকে সমর্থন দেবে তা নিয়েও সংশয় ছিল। অবশেষে সমাধান পেল সেই সংশয়। দক্ষিণে মেয়র পদে ক্ষমতাসীন দলের পক্ষে সমর্থন পেয়েছেন সাঈদ খোকন।
সাঈদ খোকন দল থেকে সমর্থন পাওয়ায় নতুন করে হিসেব কষতে হয়েছে আরেক প্রার্থী হাজী সেলিমকে। হিসেব কষে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন হাজী সেলিম। এমনকি ডিসিসি দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে কাজ করারও অঙ্গীকার করেছেন এই নেতা।
এর ফলে ডিসিসি উত্তরের মতোই দক্ষিণেও একক মেয়র প্রার্থী নিশ্চিত করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণভবন সংশ্লিষ্ট একটি সূত্র হাজী সেলিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের সঙ্গে তবে বারবার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান সাঈদ খোকন। প্রধানমন্ত্রী তাকে নির্বাচনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। গণভবন থেকে বের হয়ে সাঈদ খোকন বলেন, দলের সভানেত্রী তাকে ডিসিসি দক্ষিণে মেয়র পদে নির্বাচনে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সূত্র জানায়, হাজী সেলিম মঙ্গলবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করেন। সঙ্গে করে তিনি তার পদত্যাগপত্র নিয়ে যান এবং স্পিকারকে সেই পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করেন। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী সরাসরি পদত্যাগপত্র গ্রহণ করেননি। স্পিকার তাকে ‘প্রসিডিউর’ অনুযায়ী সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য বলেন। পরে সেখান থেকে চলে যান হাজী সেলিম।
পরে রাত ৯টার দিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য গণভবনে গেলে প্রধানমন্ত্রী বলেন, পদত্যাগ করার দরকার কী? জাতীয় সংসদে আমাকে স্বতন্ত্র জোটের নেতা হিসেবে সহযোগিতা করুন। আর ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনকে সমর্থন করুন।
প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার এ প্রস্তাবের পর হাজী সেলিম বলেন, নেত্রী আমি বঙ্গবন্ধুর কর্মী। আপনি আমার নেত্রী। দরকার হলে আমি আপনার জন্য নিজের জীবন দিতে পারি। আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমি ডিসিসি নির্বাচন থেকে সরে দাঁড়াব।
মঙ্গলবার ডিসিসি দক্ষিণে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন হাজী সেলিম। সূত্র-জাগোনিউজ