বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে আবার উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের ৪৫ তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে নান্দনিক এই ডুডলটি এখন শোভা পাচ্ছে গুগলের হোমপেইজে।
আজকের ডুডলে দেখা যাচ্ছে, সবুজ অক্ষরে গুগল লেখার মাঝখানে একটি বড় লাল সূর্য, আর তার মাঝে বাংলার শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার। ডুডলটির ওপর মাউস পয়েন্টার রাখলেই ইংরেজিতে লেখা উঠছে- বাংলাদেশের স্বাধীনতা দিবস।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও বিষয়ে গুগল তাদের এই গ্রাফিক উপস্থাপনা দিয়ে সাজায় তাদের হোমপেইজ। গুগলের ডুডল তাই শুধু শৈল্পিক সৌকর্যের কারণেই নয়, এর বিষয়বস্তুর কারণেও তাৎপর্যপূর্ণ।