এয়ারোস্টার হোটেল

রাশিয়ায় হালাল হোটেল

হোটেল রুমে জায়নামাজ, কোরান শরীফ, কাবার দিক জানার জন্য কম্পাস, পশুর চর্বি ও অ্যালকোহল ছাড়া তৈরি শ্যাম্পু, সাবান- এসব কিছুই রয়েছে। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে এই ব্যবস্থা।

---ইউক্রেন ইস্যুকে ঘিরে পশ্চিমা বিশ্ব থেকে রাশিয়ায় পর্যটকদের উপস্থিতি কমে গেছে। এক হিসেবে সেটা প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ হতে পারে বলে জানা গেছে। ক্ষতি পুষিয়ে নিতে রাশিয়ার একটি হোটেল মুসলিম দেশের অতিথিদের আকর্ষণের চেষ্টা করছে।

হোটেলটির নাম এয়ারোস্টার হোটেল। অবস্থান মস্কোতে। এই হোটেলটির ৩০৮টি রুমের মধ্যে ২০টিতে হালাল সেবা দেয়া হচ্ছে। শুরুতে যেসব সেবার কথা বলা হয়েছে তার সবই পাওয়া যাবে এসব রুমে। এর বাইরে নামাজ পড়ার জন্য নারী ও পুরুষদের জন্য আলাদা স্থানের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে হালাল খাবার রান্নার জন্য আলাদা রান্নাঘর। সেখানে রান্না করার জন্য নতুন বাসনকোসনও কেনা হয়েছে।

হোটেলের বিপণন পরিচালক লিওবোভ শিয়ান বলেন, ‘আমাদের হোটেলের প্রায় ৭০ ভাগ অতিথিই বিশ্বের বিভিন্ন দেশের। এর মধ্যে প্রায় ১৩ শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ হাজার জন আসেন মুসলিম বিশ্ব থেকে। তারা সবসময় আলাদা নামাজ পড়ার জায়গা ও বিশেষ খাবারের কথা বলতেন।’

এই চাহিদা মেটাতে গিয়ে হোটেল কর্তৃপক্ষ অনেক পদক্ষেপ গ্রহণ করে। পরে মস্কোর ‘হালাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড সার্টিফিকেশন’ সংস্থার কাছ থেকে ‘হালাল’ সার্টিফিকেট লাভ করে।

রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলমান বাস করলেও সেখানে মাত্র দুটি হোটেল ‘হালাল’ বলে অনুমোদন পেয়েছে।

এদিকে এ বছরের প্রথম দিকে রাশিয়ার যে শহরে শীতকালীন অলিম্পিক আয়োজিত হয়েছিল সেই সোচির একটি হোটেল ‘হালাল’ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অলিম্পিক চলাকালীন মুসলিম অ্যাথলেটরা এমন হোটেলের চাহিদা অনুভব করেন বলে জানা গেছে।

২০১৮ সালে রাশিয়ায় যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তখন সোচিতেও কয়েকটি খেলা হতে পারে। সে সময় মুসলিম দর্শকদের আকৃষ্ট করতে সোচির আরো কয়েকটি হোটেল হালাল হওয়ার আগ্রহ দেখাচ্ছে।

সূত্র : ডয়চে ভেল


আলোচিত বিভাগের আরো খবর...
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
ঈদে বাংলা ও হিন্দি গান শোনাবেন মাহফুজুর রহমান ঈদে বাংলা ও হিন্দি গান শোনাবেন মাহফুজুর রহমান
মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’ মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’ ‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’
জাতীয় পার্টির বাছাইয়ে এগিয়ে হিরো আলম জাতীয় পার্টির বাছাইয়ে এগিয়ে হিরো আলম
১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন ১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন

রাশিয়ায় হালাল হোটেল
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet