মেলবোর্নে ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে।
কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারিং করে বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার জেরে ফাইনালের আম্পায়ারদের তালিকা থেকে বাদ পড়েছেন পাকিস্তানের আলিম দার।
আইসিসি অ্যাওয়ার্ড জয়ী আলিম দার সেমিফাইনালেরও কোনো ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাননি। এবার ফাইনালেও তাকে না রেখে অযথা বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
মেলবোর্নের ফাইনালে আম্পায়ারদের তালিকা শ্রীলঙ্কার রঞ্জন মাদুগলে ম্যাচ রেফারি। আরেক লঙ্কান কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো (মাঠের দুই আম্পায়ার)। মারাইস ইরাসমাস (তৃতীয় আম্পায়ার) ও ইয়ান গোল্ড (চতুর্থ আম্পায়ার)।