মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল

মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল। ছবি - গেটি ইমেজওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের ফাইনালটাই হবে ক্লার্কের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেছেন, ‘আগামীকাল (রবিবার) অস্ট্রেলিয়ার হয়ে আমি শেষ ওয়ানডে খেলব। আমি সতীর্থ জেমস স্টুয়েরল্যান্ড, রড মার্শ ও ড্যারেন লেম্যানের সঙ্গে কথা বলেছি। আর বলেছি যে এটাই আমার শেষ ওয়ানডে।’

এখনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সেরা সময় জানিয়ে ক্লার্ক বলেছেন, ‘চার বছর আগে ওয়ানডে দলের অধিনায়কত্বের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হয়। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য এটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়কেরও এই সুযোগ পাওয়া উচিত। আমার মনে হয় না যে আমি পরবর্তী বিশ্বকাপ খেলার মতো ফিট থাকতে পারব। কাজেই আমার মনে হয়েছে যে এখনই সরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময়।’

বিশ্বকাপটা জিততে পারলে একদিনের ক্রিকেট থেকে বিদায়টা দারুণভাবে স্মরণীয় করে রাখতে পারবেন ক্লার্ক। বিদায়টা রঙিন হবে কি না, সেটা অবশ্য রোববারের ফাইনাল শেষেই জানা যাবে।তবে অস্ট্রেলিয়াকে গত বিশ্বকাপের চেয়ে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারায় সন্তুষ্ট ক্লার্ক বলেন, ‘আমার মনে হয় আমি একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে অনেক ভালো অবস্থায় রেখে যাচ্ছি। গত বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলাম। এবার আমরা ফাইনালে আসতে পেরেছি। আর আশা করছি যে আগামীকাল ফাইনালেও আমরা সাফল্য পাব।’

টেস্ট ক্যারিয়ারটা যেন আরো দীর্ঘ করতে পারেন, সে জন্যই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বলেও জানিয়েছেন ক্লার্ক। তিনি বলেন, ‘আশা করছি আমি আমার টেস্ট ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারব। টেস্টে সাফল্যের সঙ্গে খেলে যাওয়াটা অবশ্যই আমার কাছে অগ্রাধিকার পাবে। আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ফলে আমি টেস্টে সেরা সুযোগটা পাব।’

২০০৩ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ২৪৪টি ওয়ানডে খেলে সাত হাজার ৯০৭ রান করেছেন ক্লার্ক। করেছেন আটটি শতক ও ৫৭টি অর্ধশতক। ৭৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৯টিতে।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet