ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও অবৈধ হয়েছে বাবা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র।
বুধবার সকালে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের প্রথম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় এ তালিকা প্রকাশ করে।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনিদিনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করার সুযোগ পাবেন। এ নিয়ম মেনে ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ি আবদুল আউয়াল মিন্টু আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
উত্তরের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার।
এই সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।
উল্লেখ্য, ১৮ মার্চ ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ভোটগ্রহণ ২৮ এপ্রিল।