সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঢাকা দক্ষিণে বৈধ প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তালিকা পাওয়া গেছে।
অপরদিকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া ঢাকা দক্ষিণে বাবুল সরদার চাখারি ও রেজাউল করিম নামে আরও দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় বাবুলের এবং আয়কর রিটার্ন দাখিল না করায় রেজাউলের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ১৮ মার্চ ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ভোটগ্রহণ ২৮ এপ্রিল।