প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা করতে শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে গেছে বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের নেতৃত্বে এ প্রতিনিধি দলটি বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ইসিতে যায়।
প্রতিনিধিদলে আরো রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ সরকার ও সাবেক যুগ্ম সচিব এ বি এম আবদুস সাত্তার।
বৈঠকে ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা হবে বলে নেতা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের অংশগ্রহণে কোনো বাধা না থাকা, দলগুলোর রাজনৈতিক কার্যালয় খুলে দেওয়া।