আসন্ন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দাবি জানিয়েছে বিএনপি।
শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা করতে ইসিতে যায়।
সেখানে তারা সিইসির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। এসময় তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বন্ধ থাকা দলের অন্য কার্যালয়গুলো খুলে দেয়ারও দাবি জানান।
প্রতিনিধিদলে আরো ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ সরকার ও সাবেক যুগ্ম সচিব এ বি এম আবদুস সাত্তার।