আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিয়ে বিএনপি অযথা বক্তব্য-বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে বদ্ধপরিকর।
বগুড়ার শিবগঞ্জে আমতলী মডেল স্কুলের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরী পাঠাগার এবং আমতলী মডেল স্কুল সংগ্রহশালার উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সন্ত্রাসীদের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। জনগণের জন্য যারা নির্বাচন করবে তাদের জন্য সিটি নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড হবে।’
আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে অযথা হরতাল-অবরোধ আহ্বান করছে বিএনপির নেতৃত্বাধীন জোট।
শিশুসহ দুই শতাধিক মানুষকে অগ্নিদগ্ধ করেছে বিএনপি জামায়াত উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য বলেন, সহিংস কর্মসূচির মধ্য দিয়ে জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতি সৃষ্টি করছে তারা। ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যাবে না। মানুষের জন্য রাজনীতি করতে হলে কল্যাণমূলক রাজনীতি করতে হবে।
বিএনপি-জামায়াতের অযৌক্তিক কর্মসূচিতে জনসমর্থন নেই উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে দাবি করা হলেও সেই বগুড়াতেই কোনো হরতাল-অবরোধ নেই। বগুড়ার মানুষ বিএনপির অযৌক্তিক কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। ধ্বংসাত্মক পথ পরিহার করুন। দেশে সময়মতো নির্বাচন হবে, ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না।’