৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার হয়ে মাঠে নামবেন তিনি। এর পর ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টা নিশ্চিত করেছেন।
ভারতীয় ঘরোয়া টোয়েন্টি টি-টোয়েন্টিতে আপাতত মাত্র দুই ম্যাচে অংশ নেবেন সাকিব।
এ বিষয়ে রাবিদ ইমাম বলেন, “ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য এবারের আইপিএল আসরে সাকিবের সব ম্যাচ খেলা হচ্ছে না। কয়েকদিন পরেই পাকিস্তান সিরিজ শুরু হবে। তাই দুটি ম্যাচ খেলেই সাকিব দেশে ফিরবেন।”
গত মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ আইপিএলে খেলার জন্য সাকিবকে ছাড়পত্র দেয়া দিয়েছে।
গত আসরে ২২৭ রান করে ও ১১ উইকেট নিয়ে ‘কেকেআর’র শিরোপা জয়ে বড় অবদান রাখা সাকিব ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন।