পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এখন আইসিসির সাবেক প্রেসিডেন্ট বলাই যায়। তাঁর পদত্যাগপত্র বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় গৃহীত হয়েছে।
বুধবার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন মুস্তফা কামাল। এরপর আইসিসির কাছে পদত্যাগপত্র পাঠিয়েও দেন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের পর ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের তীব্র সমালোচনা করে আইসিসি কর্মকর্তাদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর জের ধরে আইসিসির গঠনতন্ত্র ও রীতিতে থাকলেও বিশ্বকাপের ফাইনাল শেষে শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি মুস্তফা কামালকে। ক্ষুব্ধ, অপমানিত বিসিবির সাবেক সভাপতি দেশে ফিরে আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়ে দেন।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে দেওয়া পদত্যাগপত্রে মুস্তফা কামাল জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের জন্য আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই তাঁর।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় পরবর্তী সভাপতি নিয়ে আলোচনা করা হবে।