নাটক, সিনেমায় যেমন থাকে নায়ক, নায়িকা, খলচরিত্র তেমনি দেখা যায় পুলিশের চরিত্র। এখন থেকে নাটক-সিনেমায় পুলিশের যেকোনো চরিত্রে অভিনয় ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
এ ব্যাপারে প্রয়োজনীয় বিধান চেয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এন জাহাঙ্গীর আলম সরকারের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এখন থেকে নাটক-সিনেমায় পুলিশের চরিত্র দেখাতে হলে পুলিশ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রায়ই নাটক ও সিনেমায় পুলিশের পোশাক পরে অভিনয়ের ক্ষেত্রে পদবির সঙ্গে পরিহিত পোশাকের মিল দেখা যায় না। নির্মাতারা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেন না।