বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি।পাকিস্তানের বাংলাদেশ সফর শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। ১৩ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে আজহার আলীর দলের। অথচ, এত কাছাকাছি সময়ে এসেও সিরিজের সূচী চূড়ান্ত করতে পারেনি বিসিবি। অবশেষে সিরিজের সূচী চূড়ান্ত
হয়েছে।

যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, সূচী চূড়ান্ত করার বিষয়টি।১৩ এপ্রিল পাকিস্তান দলের ঢাকা আসার কথা থাকলেও সিরিজের মূল লড়াই শুরু হবে ১৭ এপ্রিল থেকে। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৭ এপ্রিল দুপুর আড়াইটায়। উল্লেখ্য, সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবা-রাত্রির।

পরের দুটি ওয়ানডেও ১৯ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে মিরপুরেই। তবে এর আগে ১৫ এপ্রিল নারায়নগঞ্জের ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে পাকিস্তান।

এরপর ২৩ এপ্রিল ফাঁকা রেখে, পরদিন ২৪ এপ্রিল মিরপুরে একমাত্র টি২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দেশ। মিরপুরেই টি২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ২৫ এপ্রিল দু’দল রওনা দেবে খুলনার উদ্দেশে।

খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগের একই ভেন্যুতে দু’দিন অনুশীলনের সুযোগ পাবে মাশরাফি এবং আজহার আলি অ্যান্ড কোং।

প্রথম টেস্ট শেষে ৩ মে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। ১১ মে দেশের উদ্দেশ্য ঢাকা ছাড়বে পাকিস্তান। সূত্র : ডেইলিস্পোর্টস২৪ডটকম।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet