দীর্ঘ ৯২ দিন অবস্থানের পর রাজনৈতিক কার্যালয় ছেড়ে অবশেষে গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশানের কার্যালয় ছাড়লেন এতোদিন সেখানে সঙ্গে অবস্থানকারী নেতারাও।
খালেদা জিয়ার গাড়িবহর আদালতের উদ্দেশ্যে যাত্রা করার সঙ্গে সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাউয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খানসহ কার্যালয়ে অবস্থানকারী অন্য নেতারা সকালে কার্যালয় থেকে বেরিয়ে গেছেন বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।
জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিতে সকাল ৯টা ৫৫ মিনিটে আদালতের উদ্দেশ্যে গুলশানের কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন এবং সকাল ১০টা ৩৪ মিনিটে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার গাড়িতে ওঠেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
দলের এই তিন নেতাও গত তিন মাস ধরে বিএনপি প্রধানের সঙ্গে গুলশানের ওই কার্যালয়ে ছিলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি গুলশানের কার্যালয়ে গেলে সেখানে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে চেয়ে পুলিশি বাধায় কার্যালয়ের ভেতর থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন। ছোট ছেলের মৃত্যুসহ শত প্রতিকূল পরিবেশেও তিনি কার্যালয় ছাড়েননি।