আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনকে দেয়া শোকজ নোটিশের জবাবে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তাকে কোনোরূপ সতর্ক করা হয়নি। তবে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দীন আহমেদ মিলনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
আজ রবিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ এ কথা জানান।
তিনি জানান, আমাদের প্রতিবেদন এবং সাঈদ খোকনের দেয়া নোটিশের জবাবে তার বিরুদ্ধে আচরণবিধির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তার জবাবে আমরা সন্তুষ্ট।
এর আগে বিকাল সোয়া তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে শোকজ নোটিশের জবাব দেন সাঈদ খোকন।
গত ৪ এপ্রিল সাঈদ খোকনকে দেয়া শোকজ নোটিশের জবাব আজ ৫ এপ্রিল বিকেল ৩টায় দিতে বলা হয়েছিল।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সামনে খোকনের হয়ে মাঠে নামার ঘোষণা দেন হাজি সেলিম। নামাজ শেষে মহানগর আওয়ামী লীগের এই দুই নেতা গলাগলি করে মসজিদের বাইরে এলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। এসময় সাঈদ খোকন বলেন, “সেলিম ভাই নামাজ পড়ার দাওয়াত দিয়েছিলেন। তাই তার সঙ্গে নামাজ পড়লাম।”
ইসির নিয়ম অনুযায়ি সিটি নির্বাচনের প্রর্থীরা আগামী ৭ এপ্রিল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।