ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর পরিবারকে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে তাঁদের কারাগারে যেতে বলা হয়েছে। কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠির আগে জেলার তাঁদের ফোন করে সাক্ষাৎ করতে যেতে বলেছিলেন বলে জানান হাসান। তিনি বলেন, ‘দুপুর ১টায় ডেপুটি জেলার তাঁদের ফোন করে বলেছিলেন যে, তাঁরা (পরিবার) চাইলে দেখা করতে পারেন।’
হাসান আরো বলেন, ‘ওই সময় জেলার বলেন, রায়ের পর ইচ্ছা করলে পরিবার দেখা করতে পারে। সে হিসেবে আপনাদের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আনুষ্ঠানিক চিঠি ছাড়া দেখা করতে যেতে চাইনি।’
এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘আমি যতটুকু জানি, কারা কর্তৃপক্ষ আত্মীয়স্বজনকে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের আহ্বান জানিয়েছেন।’
এদিকে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের যে আবেদন করেছিল তাঁর আইনজীবী, তা গ্রহন করেনি কারা কর্তৃপক্ষ।
বেলা ১১টায় আবেদন করার কথা জানিয়ে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, “আজ বিকেল ৪টায় দেখা করার অনুমতি চেয়েছি আমরা। এ জন্য বেলা ১১টার দিকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করব। দেখা করার পর রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”