পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতে অবিস্মরণীয় সাফল্যের পর আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের এ সংবর্ধনা জানানো হবে।
ওয়ানডেতে সফররত পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর অবশেষে টি-টোয়েন্টিতেও তাদের বধ করে টাইগাররা। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে শুক্রবার মাশরাফির দল জিতে অতি সহজে, ২২ বল হাতে রেখে সাত উইকেটে।এর আগে টি-টোয়েন্টিতে সাতবার মুখোমুখি হলেও কখনো পাকিস্তানকে হারানো সম্ভব হয়নি। অষ্টম প্রচেষ্টায় সফল হয় বাংলাদেশ। ওয়ানডের মতো একমাত্র টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের জয় আসে দাপটে।
এদিন প্রধানমন্ত্রী মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ যোগান। খেলা শেষে মাশরাফি বাহিনীর হাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।