রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুর ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রায় মিনিট খানেক স্থায়ী এ কম্পন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প বলে জানা গেছে।
এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বাসাবাড়ি, অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন।
রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমকম্প হওয়ার পর পরিমাপের কাজ শেষ করতে কিছুটা সময় লাগে। পরিমাপ শেষ হলেই জানান হবে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে এ ভূমিকম্প অনুভূত হয়।