ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন : খালেদা জিয়া

আজ রবিবার দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খালেদা জিয়াতিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নীরব প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, টাকা নেবেন, কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। ২৮ এপ্রিল নীরব ভোট বিপ্লব ঘটাতে হবে।

আজ রবিবার দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেব জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণে আমরা বিশ্বাসী। এটা সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য টেস্ট কেস। বিএনপি সস্ত্রাস ও লাশের রাজনীতি করে না।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ গণতন্ত্র প্রিয়। আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্খা ছিলো গণতন্ত্রিক রাষ্ট্রের। গণতন্ত্রের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। আজ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজ বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমরা সন্ত্রাসীদের প্রতিরোধ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাবো।

তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম সবার অংশগ্রহণমূলক নির্বাচন। সরকার সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন করে। যা কারোর নিকটই গ্রহণযোগ্যতা পায়নি। তারা বলেছিল মধ্যবর্তী নির্বাচন দিবে কিন্তু তারা তাও দেয়নি।

বিএনপি নেত্রী বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চাইলে সরকার আমাকে অবরুদ্ধ করে রাকে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ, গুম, খুন করে। আজ সমাবেশে গুলি করা হচ্ছে, নেতা-কর্মীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে। সন্ত্রাসনির্ভর নষ্ট রাজনীতির ধারক আওয়ামী লীগ।

তিনি বলেন, যে সরকার ও প্রশাসন সামাজিক উৎসবে নারীদের নিরাপত্তা দিতে জানে না, নারীদের সম্মান জানাতে পারে না তাদের ক্ষমা চাওয়া ও ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। বেগম জিয়া বলেন, দেশের পরিস্থিতি এমন যে ক্ষমতাসীন ছাড়া কারও কোনো সুবিধা পাওয়ার অধিকার নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা এ হামলা করে। আর পুলিশ হামলাকারীদের সহযোগিতা করেছে। তিনি বলেন, হামলাকারীরা আমাকে হত্যা করতেই চেয়েছিল।

খালেদা জিয়া অভিযোগ করে বলেন, যারা তাঁর ওপর হামলা চালিয়েছে তারা শনাক্ত হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, হামলা করে তাঁকে জনগণের আন্দোলন থামানো যাবে না। তিনি বলেন, জীবন-মৃত্যুর মালিক মহান আল্লাহ তায়ালা, তিনি রক্ষা করলে কেউ তাঁকে হত্যা করতে পারবে না।

খালেদা জিয়া বলেন, তাঁর কাছে র‍্যাব, পুলিশসহ বিশেষ কোনো বাহিনী নেই। জনগণই তাঁর শক্তি। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশের মানুষ ছাড়া তাঁর অন্যকোনো আপনজন নেই। জনগণই তাঁর স্বজন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আদর্শ ঢাকা আন্দোলন আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।


ছবি ঘর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন : খালেদা জিয়া
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet