ভোটের ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
রবিবার দুপুরে সিটি নির্বাচনে প্রচারণার শেষদিনে যাত্রাবাড়ী চৌরাস্তায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, ‘জয়পরাজয় যাই হোক, আমি ফলাফল মাথা পেতে নেব। আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার অধিকার একটু হলেও বেশি। উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনা সমর্থিত প্রার্থীকে আপনারা ভোট দিন। বাসযোগ্য ঢাকা গড়ার প্রতীক ইলিশে ভোট দিন।’
তিনি বলেন, ‘আমি এ সরকারের আমলে কোনো ব্যবসাবাণিজ্য করিনি। দলকে ব্যবহার করিনি। দুর্নীতির সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই। আমি মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে দুর্নীতিমুক্ত রাখব।’
এরপর তিনি যাত্রাবাড়ী এলাকায় পিকআকভ্যানে উঠে প্রচারণা চালান। শ্যামপুর ও কদমতলী এলাকাতেও তিনি প্রচারণা চালান।
এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, হারুনুর রশীদ মুন্না।