ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বিএনপির ৩ নেতা-কর্মী।
আটককৃতরা হলেন, হাজারীবাগ থানা যুবদলের সহসভাপতি আলাউদ্দিন ও দুই বিএনপি কর্মী ফিরোজ মিয়া এবং মাসুদ।
হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আলাউদ্দীন হাজারীবাগের গণকতলী এলাকায় রবিবার রাতে ভোটারদের টাকা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তার কাছ থেকে ২৫ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে ডিএমপি জনসংযোগ শাখার অতিরিক্ত কমিশনার এস এম জাহাঙ্গীর আল সরকার জানান, রমনা থানার ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলের প্রার্থী শেখ আমির হোসেনের পক্ষে চল্লিশঘর বস্তি এলাকায় টাকা দিতে গিয়ে ধরা পড়েন ফিরোজ মিয়া। তার কাছ থেকে ১২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় টাকা দিতে গিয়ে ধরা পড়েছেন মাসুদ। তার কাছ থেকে ১৫ হাজার ৫শ উদ্ধার করা হয়েছে।
আগামী মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে একযোগে ভোট হবে। এরইমধ্যে রোববার রাত ১২টা থেকে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে।