ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবাইয়ের জন্য তাঁতে বোনা জামদানি শাড়ি ও চাদর উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া তিনি মোদির জন্য পাঞ্জাবি ও কটির কাপড় উপহার দিয়েছেন।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়া সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় দলের পাঁচ সিনিয়র নেতা তার সঙ্গে ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে আলাপ করে এই উপহার দেওয়ার কথা জানা গেছে। তারা জানান, শনিবার রাতে ভারতের হাইকমিশনের কাছে এ সব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদির মায়ের জন্য শাড়ি উপহার পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদি লিখেছিলেন, ‘নওয়াজ শরীফজি আমার মায়ের জন্য সাদা রঙের একটি শাড়ি পাঠিয়েছেন। আমি সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। এই উপহার আমি শিগগরিই মায়ের কাছে পাঠিয়ে দেব।’