মাঠে আমলা-স্টেইন-মরকেল তাঁর প্রতিপক্ষ। কিন্তু রোববার সন্ধ্যায় সাকিব’স ডাইনে দেখা গেল ভিন্ন চিত্র। সাকিব আল হাসানের এই রেস্তোরাঁয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভিড়। বিশ্বসেরা অলরাউন্ডারের আমন্ত্রণেই প্রোটিয়ারা সেখানে গিয়ে ডিনার সারলেন। সেই সঙ্গে ছবিও তুললেন।
চট্টগ্রাম টেস্ট শেষে রোববার সকালে একই ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। বৃষ্টিতে সারা দিন হোটেলে আটকে থাকার পর সন্ধ্যা ৭টার দিকে প্রোটিয়া ক্রিকেটাররা বনানীতে সাকিব’স ডাইনে উপস্থিত হন। তারপরই শুরু খাওয়া-দাওয়া, আড্ডা, ছবি তোলা। ঘণ্টাখানেক সেই রেস্তোরাঁয় থেকে ঢাকায় নিজেদের আবাস হোটেল সোনারগাঁওয়ে ফিরে যান অতিথিরা।
দক্ষিণ আফ্রিকা দলের লিয়াজোঁ কর্মকর্তা ও সাবেক ব্যাটসম্যান হাসানুজ্জামান ঝড়ু জানিয়েছেন, ‘সাকিবের দাওয়াত পেয়েই তাঁর রেস্তোরাঁয় ডিনার করতে গেছে দক্ষিণ আফ্রিকা দল। তবে শুধু খাওয়া-দাওয়া হয়নি, অতিথিরা সেখানে মজা করেছেন, কিছুক্ষণ আড্ডাও দিয়েছেন।’
অতিথিদের দুটো ছবিও টুইটারে পোস্ট করেছেন সাকিব। একটা ছবিতে স্টেইনের গলা জড়িয়ে বৃদ্ধাঙ্গুল তুলে ‘ওকে’ দেখাচ্ছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। অন্যটিতে সাকিবের সঙ্গে মর্নে মরকেল, পেছনের টেবিলে আমলা-এলগাররা।