মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় আজ বুধবার ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা উপলক্ষে আজ বুধবার সকাল ১০টা থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
এর আগে দিন ধার্য করেও নিজামীর রায় ঘোষণা না করার বিষয়টি উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ ধরনের বিলম্ব ও ধোঁয়াশাপূর্ণ আচরণের কারণে যুদ্ধাপরাধের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
নিজামীর রায় প্রত্যাশিত না হলে কর্মসূচিতে পরিবর্তন আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ বুধবার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হয়েছে। এটি ট্রাইব্যুনালের দশম রায় হতে যাচ্ছে। ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি সময় (প্রায় আড়াই বছর) ধরে চলা মামলা এটি।