অনানুষ্ঠানিকভাবে আজ (রবিবার) দল মনোনীত ২৩০ প্রার্থীকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পর্যায়ক্রমে সবার চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
রবিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তবে কোনও কোনও আসন বিকল্প হিসাবে ২ জন অথবা ৩ জনকেও চিঠি দেওয়া হচ্ছে। তবে, প্রত্যাহারের সময় এ ধরনের আসনগুলোয় প্রার্থী নির্দিষ্ট হবে।
সংবাদ সম্মেলন তিনি জানান, আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে একযোগে ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।