বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।
শনিবার (০৮ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশে বিদেশে মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বল ভাবে যেনো পৌঁছায়, সেই জায়গাতে আমার যেটুকু এক্সপেরিয়েন্স মিডিয়াতে কাজ করার, সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।’
বৃহস্পতিবার (০৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।
প্রখ্যাত সাংবাদিক নাঈমুল ইসলাম খানের জন্ম কুমিল্লায় ১৯৫৮ সালের ২১ জানুয়ারি। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি বড়।
কুমিল্লা জেলা স্কুল থেকে মাধ্যমিক ও ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাঈমুল ইসলাম। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেন।
নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সক্রিয় রয়েছেন। ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
বর্তমানে দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক তিনি।
২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন তিনি। দেশের বিভিন্ন টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন।
আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি তার স্ত্রী।
আরও ছবি: এখানে ক্লিক করুন।