জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পথে নিউ ইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ইউএস এয়ারের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিমানবন্দরে তাকে বিদায় জানান।
দুই দিন লন্ডনে অবস্থানের পর বৃহস্পতিবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গত ২১ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।
নয়জন মন্ত্রী ও উপদেষ্টা ছাড়াও ৭৫ জন ব্যবসায়ী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সরকারের কর্মকর্তাদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ছিল দেড় শতাধিক।