যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর খুলনার শেরেবাংলা রোডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলদের পৈত্রিক বাড়ি লক্ষ্য করে ৫ রাউন্ড গুলির ঘটনা ঘটেছে।
বুধবার রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট খেলা উপলক্ষে খুলনায় অবস্থান করছেন শেখ হেলালের ছোট ভাই বিসিবি পরিচালক শেখ সোহেল। গুলিবর্ষণের সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সামনে রেখে নগরীর সৌন্দর্য্য বর্ধন ও আলোকসজ্জার কাজ তদারক করতে বাড়ির বাইরে ছিলেন বিসিবি এই পরিচালক।
পুলিশ শেখ হেলালের বাড়ির সামনে থেকে একটি গুলি ও ৫ রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। বাড়ির প্রধান ফটক ও কক্ষের দেয়ালে চারটি গুলির চিহ্ন দেখা যায়। গুলিবর্ষণের ঘটনার পর পরই শেখ সোহেল বাসায় ফিরে আসেন।
পুলিশের বিশেষজ্ঞ দল গুলিবর্ষণের স্থান ও গুলির খোসাগুলো পরীক্ষা করেছে। ওই বাড়িতে সব সময় পুলিশ অবস্থান করে। তবে গুলিবর্ষণের সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সক্রিয় ছিলেন না।
এই বাড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা গুলিবর্ষণের সময় নিরাপত্তা সেলে অবস্থান করছিলেন। তারা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা চলে যায়।
এ ঘটনায় ওই বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি জানান।
শেখ সোহেল বলেন, “স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা সবসময় আমাদের টার্গেট করে রেখেছে। তারই ধারাবাহিকতায় এ গুলিবর্ষণের ঘটনা।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় শেখ সোহেলের বাবা শেখ আবু নাসেরও নিহত হন।