প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি সফরের ওপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ কথা জানা যায়।
প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা ২৫ থেকে ২৭ অক্টোবর ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের প্রশাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে আমিরাত সফর করেন।